BD NEWS সিত্রাং'র তাণ্ডবে কুমিল্লায় একই পরিবারে তিনজনের মৃত্যু। Cyclone Sitrang bd news 2022

 BD NEWS সিত্রাং'র তাণ্ডবে কুমিল্লায় একই পরিবারে তিনজনের মৃত্যু। Cyclone Sitrang bd news 2022, daily news, bangla news, bd news 24 bangla.

BD NEWS সিত্রাং'র তাণ্ডবে কুমিল্লায় একই পরিবারে তিনজনের মৃত্যু। Cyclone Sitrang bd news 2022

গতকাল মধ্য রাতে ঘূর্ণিঝড় সিত্রাং ভোলা উপকূল দিয়ে ঢুকে সিলেট অঞ্চল দিয়ে  বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ে  গাছ চাপায় এবং নৌকা ডুবে এ পর্যন্ত ৮ জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকাল হতেই দেখা মিলছে ঘূর্ণিঝড়ের প্রভাব এর চিহ্ন।


কোথাও কোথাও ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ভেসে গেছে মাছের ঘের। বিধ্বস্ত হয়েছে বসত ঘর ও। খুঁটি উপরে পড়ায় অনেক স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির কারণে উপকূলের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। আবহাওয়া ভালো হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছেন মানুষ।


বিস্তারিত:

 ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বিপদগ্রস্ত দেশের অনেক উপকূলীয় এলাকা। ঝড়-বৃষ্টি আর জলোচ্ছ্বাস এর কারণে ক্ষতবিক্ষত অনেক জনপথ। কেউ সহায় সম্বল হারিয়েছেন। কেউবা হারিয়েছেন পরিবার-পরিজনকে। সব মিলিয়ে উপকূলীয় অঞ্চলে ক্ষত চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় সিত্রাং। 

এলাকাবাসী বলছেন ক্ষতির মাত্রা ব্যাপক। তাদের ঘর, ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। 

৬ জেলায় সিত্রাং এর নেতিবাচক প্রভাব পড়লে ও ভোলা, বরগুনা  এবং  বরিশালে  ক্ষয়ক্ষতির মাত্রা বেশি । এইসব এলাকায় গাছ পড়ে  গেছেন অনেক মানুষ। শহরের  ভিতরে  পানি  জমে গেছে কয়েক ফুট। দোকানপার্ট তলিয়ে গেছে কোথাও কোথাও।

 ভোলায় মনির হোসেন নামের একজন, মটরসাইকেল নিয়ে  যাওয়ার  সময় রাস্তায় গাছের ডাল পড়লে ঘটনাস্থলে  মারা যান তিনি । 
এ ছাড়া  লালমোহন উপজেলায় জোয়ারের পানিতে ডুবে মারা যান এক গৃহবধূ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখন পযর্ন্ত  ৫০০ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খুটি  উপড়ে পড়ায় অনেক স্থানে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ। 

কুমিল্লায় গাছ চাপা পড়ে একই পরিবারের তিনজন এর মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ডুবে গেছে কক্সবাজারের নিম্ন অঞ্চল। বসত ঘরে ঢুকেছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে সেই পানি অপসারণে ব্যস্ত অনেকেই। কেউ কেউ আবার বিধ্বস্ত  ঘরবাড়ি মেরামতের চেষ্টা করছেন। আস্তে আস্তে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। সারারাত তাদের কেটেছে উদ্বেগ এবং উৎকণ্ঠায়। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url