BD news রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি : প্রধানমন্ত্রী। Reserve currency 2022

 BD news রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি : প্রধানমন্ত্রী। Reserve currency 2022, daily news, bd bangla news.

BD news রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি : প্রধানমন্ত্রী। Reserve currency 2022

রিজার্ভের টাকা:

আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দর  এর উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন। সেখানে তিনি রিজার্ভের টাকা কোথায় গেল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভের টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করি। 

Read more Google News


সেই ফান্ডের নামও আমি নিজেই দিয়েছিলাম। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। এটা তৈরি করি এবং রিজার্ভের টাকা দিয়ে এই ফান্ডটা সৃষ্টি করি। এবং সেই ফান্ডের টাকা থেকে কিন্তু আমরা এই বন্দরের কাজটা শুরু করছি।


রিজার্ভের টাকা কেন খরচা করেছেন প্রধানমন্ত্রী?


এটা অনেকেই ভাবতে পারেন যে, রিজার্ভের টাকা কেন খরচা করা হচ্ছে বা রিজার্ভের টাকা গেল কোথায়? যারা এই প্রশ্ন করেন রিজার্ভের টাকা গেল?  কোথায় তাদের বলছি, রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে, রিজার্ভের টাকা গেছে মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। এ টাকা কেউ চিবিয়ে খায়নি। যা মানুষের কাজেই লাগছে এবং মানুষের কাজেই ব্যবহৃত হয়েছে।


 আমাদের আমদানি সহ বিভিন্ন কাজে আমরা কাজে লাগিয়েছি। এই নৌ পথটাকে আমরা কিন্তু একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত নিয়ে যাব। পাশাপাশি এটা আসাম এবং ভুটান পর্যন্ত কিন্তু নৌপথ চালু হতে পারে। আমরা যেমন - নেপাল, ভুটান এবং ভারতকে আমাদের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছি। পায়রা বন্দর টাও কিন্তু একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণে নিয়ে গেছি বাংলাদেশকে চেনার জন্য। এটা হচ্ছে বাস্তব কথা। 


পায়রা বন্দরের কাজ সম্পন্ন বাংলাদেশের টাকাতেই হচ্ছে। কেননা, আমাদের রিজার্ভের টাকা দিয়ে গঠন করা হয়েছে ফান্ড এবং এই ফান্ডের টাকা দিয়েই তৈরি হচ্ছে পাইরা বন্দর। 

পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url