bd news ময়মনসিংহে বিভাগীয় সমাবেশকে ঘিরে বিরাজ করছে উত্তেজনা / BMP somabes maymansin 2022

 ময়মনসিংহে বিভাগীয় সমাবেশকে ঘিরে বিরাজ করছে উত্তেজনা / BMP somabes maymansin 2022, daily news, bd news, bd news 24, share news, babgla news, bd news 24 bangla, news, 

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশকে ঘিরে বিরাজ করছে উত্তেজনা / BMP somabes maymansin 2022
dse news, bd news 24.com, bangla news paper, all bangla news, bd news bangla.

ময়মনসিংহে বিএমপির বিভাগীয় সমাবেশকে ঘিরে বিরাজ করছে উত্তেজনা। ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। 

পলিটেকনিক মাঠে দুপুরে অনুষ্ঠিত হবে সমাবেশ। তবে রাত থেকেই আশেপাশের নেতাকর্মীরা জমা হতে শুরু করেন। পলিটেকনিক মাঠ সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেন তারা। এ সমাবেশ কে ঘিরে বিভিন্ন আকৃতি কর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মতান করা হয়েছে পুলিশ। 


বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করেন সকাল থেকেই সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। পায়ে হেঁটে সমাবেশ স্থলে যাচ্ছেন নেতাকর্মীরা। এর আগে গতকাল রাত নয়টার দিকে টাউন হল এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। 

এতে আহত হয় চারজন। প্রত্যক্ষ দোষীরা জানান বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শহরে বিরাজ করছিল বিএনপির নেতা কর্মীরা। সে সময় আওয়ামী লীগ নেতা কর্মীরাও শহরে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

read also আওয়ামী লীগ চোরের দল


বিএনপির এক নেতাকর্মীর কাছে সমাবেশে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সে বলে;  বাধা দেওয়ার অভিযোগ না আসলে বাধা দেওয়া হচ্ছে। এখানে আমরা গত ১৫ দিন ধরে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। এই বিভাগের প্রত্যেকটি জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ে মিছিল সমাবেশ প্রস্তুতি সমাবেশ হয়েছে। ব্যাপক জন স্রোত কে আশঙ্কা করে সরকার ও সরকারি দল তারা গত দুইদিন থেকে যেভাবে রাজত্ব করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। সকল ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এই সরকার জনগণকে ভয় পায়। এজন্য তারা জন আতঙ্কে ভুগছে। তারা জনগণ দ্বারা নির্বাচিত নয় বলেই এই জনস্রোতদের দেখে মেনে নিতে পারছে না। তারপরও গতকাল রাত থেকে জামালপুর শেরপুর, নেত্রকোনা আরো অন্যান্য জেলা থেকে নেতাকর্মীরা ও জনসাধারণ ছুটে এসেছে। তারা এই পলিটেকনিক মাঠে রান্না করে খেয়েছে। জনগণ সরকারের প্রথম ঘটাতে চাই জনগণ ক্ষেপে উঠেছে।

read also

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url