ওয়ালটন নিয়ে এল বাংলাদেশে প্রথম ইলেকট্রিক বাস / Walton brings Bangladesh’s first commercial electric bus 2023

 বাংলাদেশের প্রথম ইলেকট্রিক বাস নিয়ে এসেছে ওয়ালটন। Walton electric bus।

 শুনতে একটু অদ্ভুত লাগলো এটাই সত্যি যে, বাংলাদেশের প্রথম বাণিজ্যিকভাবে ইলেকট্রনিক বাস নিয়ে আসছে ওয়ালটন। ওয়ালটনের নানা পণ্য আমরা দেখেছি। সম্প্রতি ওয়ালটন বাজারে আনতে চলেছে ইলেকট্রিক বাস। নিচে বিস্তারিত আমরা আরো জানবো ওয়ালটনের ইলেকট্রিক বাস সম্পর্কে। 

ওয়ালটন নিয়ে এল বাংলাদেশে প্রথম ইলেকট্রিক বাস / Walton brings Bangladesh’s first commercial electric bus 2023


ওয়ালটনের ইলেকট্রিক বাস: 

সম্প্রতি জানা গেছে, ওয়ালটনের অটোমোবাইল প্রজেক্ট বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ১২ মিটার ইলেকট্রিক সিটি বাস নিয়ে এসেছে। ওয়ালটনের কারখানা এলাকাটি আড়াই কিলোমিটার এর বেশি দীর্ঘ। তাই গেটের ভিতর থেকে বিভিন্ন শেড পর্যন্ত কর্মচারীদের ব্যবহার করা হয়ে থাকে। 


💥💥Read more Google News💥💥


শুধু ইলেকট্রিক বাস নয়, বরং ওয়ালটন একই সাথে কারখানা এলাকায় বাংলাদেশের উপযোগী একটি ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করেছে। 


ভবিষ্যতে গণপরিবহনের আধুনিককরণ এর দিকে ওয়ালটন ইলেকট্রিক বাস একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। 

আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। 

Previous Post
No Comment
Add Comment
comment url