bd news কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করলেন রেল শ্রমিকরা / Railway workers protested by wearing shrouds 2022

 কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করলেন রেল শ্রমিকরা। 

কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করলেন রেল শ্রমিকরা / Railway workers protested by wearing shrouds 2022
daily news, bd news, bd news 24, share news, bangla news, 

চাকরি স্থায়ী করার দাবি নিয়ে বিক্ষোভ করলেন রেল শ্রমিকরা। ঢাকার কমলাপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছেন অস্থায়ী রেলের শ্রমিকরা। এই রেল শ্রমিকরা ১০ বছরেও চাকরি স্থায়ী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন। চাকরি স্থায়ী নিয়োগের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা এই ঘোষণায় দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা। তবে রেল কর্তৃপক্ষ বলেছে শ্রমিকদের যৌতিক দাবি পূরণে আন্তরিকভাবে কাজ করছেন তারা। daily news


 আন্দোলনকারীর বেশিরভাগ শ্রমিকই রেলের গেট কিপার সহ বিভিন্ন বিভাগে বহু বছর ধরে কাজ করে আসছে। তবে তাদের চাকরির স্থায়ী হয় নি। বেশ কিছুদিন ধরেই তারা চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছে। today news, bd news 24 bangla, news, des news, 


অবশেষে বাধ্য হয়ে কমলাপুর রেলের প্রশাসনিক বিভাগের সামনে বিক্ষোভে নেমেছেন তারা। তাদের বক্তব্য: দশ বছর ধরে চাকরি করছি। কিন্তু এখন ও পর্যন্ত চাকরি স্থায়ী হয়নি। কথায় কথায় টি এল আর কে বাতিল করার যে হুমকি সেটা বন্ধ করতে হবে। চাকরি স্থায়ীকরণ চাই আমাদের পরিবারকে বাঁচাতে  চাই, আমাদের কর্মকে বাঁচাতে চাই। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও শুধুই রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে যাচ্ছে। চার মাস ধরে বেতন পাইনা। আমাদের তো পরিবার রয়েছে সংসার রয়েছে। বাচ্চাদের লেখাপড়াও রয়েছে। তার খরচ কোথা থেকে দিব? সংসারের খরচ কোথায় থেকে পাব? শুক্রবারের যেই সাপ্তাহিক ছুটি সেটাও আমরা পাইনা। আমাদের সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়। breaking new, bd news 24.com, bangla news paper, 


শ্রমিকদের যুক্তিক দাবিগুলো পুরনের চেষ্টার কথা জানান বিভাগীয় ম্যানেজার। তিনি বলেন এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে। তাদের দাবি পূরণে সরকার কাজ করছে। 


তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি ও অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা বলেন আমরা স্যারদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোন আশ্বাস পাইনি তাই প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া আমরা এখান থেকে যাব না। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে আমরা আমাদের আন্দোলন কার্যক্রম বন্ধ করব। top news, all bangla news, bd news bangla


একই দাবিতে হঠাৎ করে নাটোরের রেল শ্রমিকরাও দাবিতে নামে। তবে ৩০ মিনিটের মধ্যে স্বাভাবিক হয় রেল চলাচল।


 পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল

 Read also অস্থায়ী রেল শ্রমিকদের দাবি না মানলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url