bd news অস্থায়ী রেল শ্রমিকদের দাবি না মানলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি/ temporary worker bd railway 2022

 অস্থায়ী রেল শ্রমিকদের দাবি না মানলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি/ temporary worker bd railway  2022, daily news , bd news, bd news 24, share news, bangla news, bd news 24 bangla, news, dse news, bd news 24.com, bangla news paper, all bangla news, bd news bangla.

অস্থায়ী রেল শ্রমিকদের দাবি না মানলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি/ temporary worker bd railway  2022

অস্থায়ী রেল শ্রমিকদের দাবি না মানলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের হুমকি। 
কমলাপুরের রেল স্টেশনে বিরাজ করছে উত্তেজনা। বিক্ষোভ করেছেন অস্থায়ী রেল শ্রমিকরা। 

গত ১৬ ই অক্টোবর ২০২২, রবিবার কমলাপুর রেলস্টেশনে অস্থায়ী রেল শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা কমলাপুর রেলস্টেশনের প্রশাসনিক বিভাগের সামনে বিক্ষোভ করেন। দ্বিতীয় দিনের মত আজকে সকাল থেকেই রেলের যে অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

গতকাল থেকে আজ পর্যন্ত তারা বলছেন যে,  তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাদের কোন প্রকার আশ্বাস বা কোনো প্রকার যোগাযোগ ও করে নাই। সুতরাং তারা বলছেন তারা আজ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের যে দাবি মানে চাকরি স্থায়ীকরণ নির্দেশ যদি আজকের মধ্যে দেয়া না হয় তাহলে তারা আগামীকাল থেকে সারাদেশের রেল চলাচল বন্ধ করে দিবেন এটা হুমকি দিয়েছেন অস্থায়ী রেল কর্মচারীরা। 

সারাদেশে প্রায় সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার অস্থায়ী রেল কর্মচারীর রয়েছেন। যারা রেল এর বিভিন্ন বিভাগের কাজ করেন। তারা বলছেন যে, তারা আগামীকাল থেকে কর্ম বিরতিতে চলে যাবেন। এবং কঠোর থেকে আরো কঠোরতম কর্মসূচি তারা পালন করবেন। যদি না আজকের মধ্যেই তাদের দাবি মানে চাকরি স্থায়ীকরণ নির্দেশ দেওয়া না হয়। 

যখন কর্ম ক্ষেত্রে কর্মী সংকট ছিল, তখন বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্রায় সাড়ে ৬ হাজার থেকে সাত হাজার কর্মী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করেছিল রেল কর্তৃপক্ষ। 

গত জুন মাসের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, এখন থেকে আউটসোর্সিং এর মাধ্যমে লোকজন নিয়োগ করা হবে। আর যারা অস্থায়ী ভিত্তিতে কর্মরত রয়েছেন তাদের আগামী বছর (২০২৩)  এর জানুয়ারি থেকে চাকরিতে বহাল করা হবে না। তাদের টি এল আর বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন।


 কেউ কেউ ১২ বছর কেউ ১০ বছর আবার কেউ আট বছর ধরে চাকরি করে আসছেন। হঠাৎ করেই টিএল আর বাতিল করার ঘোষণা এবং বেতন বন্ধ করে দেওয়ায় তারা বাধ্য হয়েই এই বিক্ষোভ করছেন। তাই তারা জানিয়েছেন তাদের দাবি আজকের ভিতর মেনে না নিলে আগামীকাল থেকে রেল চলাচল বন্ধ করে দিবে। 

পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল   

অস্থায়ী রেল কর্মীদের দাবি ভিত্তিহীন : মহাপরিচালক / bd news 24 temporary railway worker 2022


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url