bd news খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কায় বাংলাদেশ/ World food crisis Bangladesh 2023

 খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কায় বাংলাদেশ/ World food crisis Bangladesh 2023, daily news, bd news, bd news 24, share news, bangla news, bd news 24 bangla, news, dse news, bangla news paper, all bangla news, bd news bangla, bd news 24. com.

খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কায় বাংলাদেশ/ World food crisis Bangladesh 2023


একসময়ের খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে এখন দুর্ভিক্ষের আশঙ্কায়। বাংলাদেশকে নিয়ে এমনই পূর্বাভাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 


জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাটি জানায় বা বলছে যে, বিশ্বে চরম খাদ্য সংকটের আশঙ্কায় রয়েছে ৪৫টি দেশের মানুষ। এই ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের ও নাম রয়েছে। 


বিশ্লেষকরা মনে করেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের পরিকল্পনা। অবশেষে প্রকাশ্যে আসছে বাংলাদেশের খাদ্য উৎপাদনের বেহাল চিত্র। স্বয়ংসম্পূর্ণ তার বুলি  আওড়ানোর এই দেশের গেল বছর খাদ্য আমদানি করতে হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৩৩ হাজার টন। 

শুধুমাত্র চাউল আমদানি করতে হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকার এবং গম আমদানি করতেও খরচ হয়েছে প্রায় ১৮ হাজার ২৯৬ হাজার কোটি টাকা। 


এ তথ্য বাংলাদেশ ব্যাংকের। এমনটি বাস্তবতায় বাংলাদেশে খাদ্য নিরাপত্তার অবনতির আশঙ্কা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএমপি। আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, বিশ্বে চরম খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় থাকা ৪৫ টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ও। বিশ্ব খাদ্য সূচক এও বাংলাদেশের অবস্থান ১৯.৬ শতাংশ। যা গুরুতর অবস্থা নির্দেশ করে। উর্বর ভূমির বাংলাদেশ কে এই সংকটের মুখে এবং কেনই বা পদক্ষেপ নেওয়া হচ্ছে এতদিন পর?

 দুর্ভিক্ষের ছোবল থেকে বাঁচতে কৃষির সমস্ত প্রখাতে এক সাথে কাজ করার কথা বলেছেন বিশ্লেষকরা। তিনটি মন্ত্রণালয়ের একটি সংযোগ করা উচিত। যেখানে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এক যোগে কাজ করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। জাতিসংঘের খাদ্য ও কৃষি ব্যবস্থা বলছে, চলতি বছর বিশ্বব্যাপী খাদ্যশস্য উৎপাদন কমবে ২.১%। 

খাদ্য সংকটে এশিয়ার নয় দেশ
১। আফগানিস্তান
২। পাকিস্তান
৩। বাংলাদেশ
৪। শ্রীলংকা
৫। উত্তর কোরিয়া
৬। লেবানন
৭। সিরিয়া
৮। মিয়ানমার
৯। ইয়েমেন

  চলতি বছর মহাদেশ / অঞ্চলভিত্তিক গত বছরে তুলনায় এ বছরের খাদ্য উৎপাদন

মহাদেশ           

এশিয়া =   -0.১%
আফ্রিকা =  -৪.৪%
মধ্য আমেরিকা =   -৩.২%
দক্ষিণ আমেরিকা =  +১০.৭%
উত্তর আমেরিকা =  -০.৩%
ইউরোপ =  -৭.৭%
ওশোনিয়া =  -১৪.১%
বৈশ্বিক =   -১.৪%

 পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url