ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় | Home remedies to lighten skin 2023

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়:

প্রতিটি মেয়েই চায় উজ্জল দাগহিন এবং ফর্সাত্বক পেতে। কিন্তু প্রতিদিন রূপচর্চা করা আমাদের কর্মব্যস্ত জীবনে হয়ে ওঠে না। তাই আজকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ত্বকের রং ফর্সা করা যায় এই বিষয়ে। 

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় | Home remedies to lighten skin 2023


আলুর ফেসপ্যাক:

কমবেশি আমরা সবাই জানি যে, আলুর খোসায় ব্লিচিং রয়েছে। আলুর খোসাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এই পেস্ট নিয়মিত ত্বকে লাগালে ত্বক  হয়ে উঠবে উজ্জ্বল এবং দাগ হীন।
এই ফেস প্যাকটি সব ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে। 


Read more Google News


টমেটো এবং হলুদের ফেসপ্যাক:

টমেটো ত্বকের কালো দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাগ হীন এবং উজ্জ্বল ত্বক পেতে সামান্য পরিমাণ হলুদ এবং টমেটোর রস নিয়মিত ত্বকে লাগালে ত্বক  উজ্জ্বল এবং ফর্সা হয়। তাই ফর্সা ত্বক পেতে এই ফেস প্যাকটি নিয়মিত লাগানো প্রয়োজন। সব ধরনের ত্বকেই এই ফেসপ্যাকটি লাগানো যাবে। 

বেসনের ফেসপ্যাক:

বেসন ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। বাটার মিল্কের সাথে বেসন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে  এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে এই প্যাকটি  অয়েলি স্কিনে ব্যবহার না করাই ভালো।

উপরে কিছু ফেসপ্যাক এর কথা আলোচনা করেছি যা নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে দাগ হীন এবং উজ্জ্বল। এই ফেসপ্যাক গুলো ব্যবহার করলে ফর্সা এবং  উজ্জ্বল হবে আপনার ত্বক।

 এখন কিছু টিপস শেয়ার করব যা মেনে চললে আপনিও পাবেন উজ্জ্বল এবং ফর্সা ত্বক।

(1) পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। খুব দেরি করে বা বেশি রাত জাগা আমাদের শরীরের জন্য যেমন ঠিক নয় তেমন বেশি রাত জাগলে মুখ কালো হয়ে যায়, মুখের ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারাতে থাকে। 

(2) প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। 

(3) বেশি মিষ্টি জাতীয় খাবার (চিনি) খাওয়া যাবেনা। 

(4) সপ্তাহে অন্তত একদিন মুখের ত্বকের যত্ন নিতে হবে। 

(5) বাহিরে থেকে আসলে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে। যাতে মুখের ত্বকে ধুলো ময়লা জমে থাকতে না পারে।

কিছু বিষয় মেনে চলতে হয় তাছাড়া সুন্দর এবং ফর্সা ত্বক পাওয়া যায় না। আশা করি আজকের এই পোস্ট টি আপনাদের উপকারে লাগবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url