bd news কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৫৭ জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন/ zilla parishad election 2022

 কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৫৭ জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন/ zilla parishad election 2022, daily news, bd news, bd news 24, share news, bangla news, bd news 24 bangla, news, dse news, bd news 24.com, bangla news paper, all bangla nees, bd news bangla.

কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৫৭ জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন/ zilla parishad election 2022

কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৫৭ জেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন। দেশে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনটিতে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়। কোন ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন। কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল সরব। প্রথমবার ইভিএম এ ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন ভোটাররা। মাঠ পর্যায়ের কর্মকর্তারাও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সুষ্ঠু ভোটসম্পন্নে কাজ করেন। 

বিস্তারিত : 

জেলায় জেলায় ভোটের আমেজ। দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন। কোন বিশৃঙ্খলা ছাড়াই দেশের ৫৭ টি জেলায় স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা ভোট দেন। নির্ধারিত সময়ের আগেই ভোট কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন ভোটাররা। দীর্ঘ লাইনের দাঁড়িয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে ইলেকট্রিক মেশিনে ইভিএমে ভোট দেন তারা।  অনিয়ম ঠেকাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। ভোটাররা বলেন, এই নির্বাচন একদম সুষ্ঠু নির্বাচন। ইভিএম এ ভোট দেওয়ায় নতুন একটা অভিজ্ঞতা হল। 


চট্টগ্রামে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল সরব। প্রার্থীরা শতভাগ জয়ের আশা ব্যক্ত করেন। একজন প্রার্থী বলেন, সব জায়গায় আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি আশাবাদী নির্বাচনে জয় লাভের বিষয়ে। 


রংপুরের সুষ্ঠ্য নির্বাচনের উদ্দেশ্যে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। আর নির্দেশ অনুযায়ী ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারে না। ভোটাররা বলছেন, সকাল থেকেই দেখছি সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ও প্রচেষ্টা ও সুন্দর। সব মিলিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। 


রাজশাহীতে, নিশ্চিন্ত  এবং নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমে ভোট দিতে পেরে সন্তুষ্ট জনপ্রতিনিধি সহ সাধারণ ভোটাররা । ইভিএম-এ প্রথমবারের মতো ভোট দিয়ে খুশি ভোটাররা।


 ময়মনসিংহ জেলায় এবার মোট ভোটার সংখ্যা ২০৮৯ জন। ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। 

খুলনায় কোন ধরনের অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে তাই সন্তুষ্ট ভোটাররা। জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, সকলের মধ্যে একটা উৎসবমুখর আমেজ আছে। এর কারণ,  এবার জনপ্রতিনিধি যারা তারা ভোট দিচ্ছেন এবং এবার প্রতিটি কেন্দ্রে ইভিএম এ ভোট হচ্ছে। 

read also 


সারাদেশের মতোই বরিশালেও জেলা পরিষদ নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 


তিন পার্বত্য জেলা বাদের দেশের ৬১ টি জেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে চাপায় নবাবগঞ্জ ও নোয়াখালী জেলায়,  জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়। এছাড়া ভোটের আগেই ২৬ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পরবর্তী খবর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url