bd news crisis দুই সচিবের বাড়ি নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা অনুমোদন দিল সরকার / bd news bangla govt 2023

 bd news দুই সচিবের বাড়ি নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা অনুমোদন দিল সরকার / bd news bangla govt 2023, daily news, share news, bd news 24, bangla news, bd news 24 bangla, all bangla news, news, dse news, bangla news paper, bd news bangla, latest bd news. Crisis bd bangla

bd news দুই সচিবের বাড়ি নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা অনুমোদন দিল সরকার / bd news bangla govt 2023

সরকার দুর্ভিক্ষের কথা বললেও সজিবদের বাড়ি নির্মাণের কোটি টাকা খরচ করছেন। প্রধানমন্ত্রী একদিকে দুর্ভিক্ষের আবাস দিচ্ছেন অন্যদিকে মুখ্য সচিবদের বাড়ি নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে অনুমতি দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভোট চুরির জন্য প্রায় ৮ শত কোটি টাকার ইভিএম মেশিন কেনা হচ্ছে। এদিকে সরকার পতন আন্দোলনে চমক দেওয়ার মতো কর্মসূচি আসছে বলে ইঙ্গিত দেন নেতারা। 



বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে,  ঐক্যবদ্ধ আন্দোলনের একক কর্মসূচি ঠিক করতে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে আসছে বিএনপির। মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এবং জমিয়তে উলামা ইসলামের সাথে সংলাপে বসেন বিএনপি দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

নিরপেক্ষ তত্ত্বাবধায় ক সরকারের দাবিতে একমত হন দল দুটির নেতারা। জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী বলেন, আন্দোলন চলতেই থাকবে যতদিন না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় সরকার। 

অপরদিকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কে এম আবু তাহের বলেন, এই সরকারের পতনের দাবিতে এবং এই নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। 


Read also


সরকার পতন আন্দোলনে চমক দেওয়ার মতো কর্মসূচি আসছে বলে ইঙ্গিত দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই ভাবেই দমন করে মানুষকে গুলি করে হত্যা করে কোনদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না। যতই তারা শক্তিশালী হোক। গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ এবং ডলারের চলমান সংকটের জন্য সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা পাচার করাই প্রধান কারণ। 


Read also


চলমান সংকট মোকাবেলায় সাশ্রয়ী হবার যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, সেটির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দুই সচিবের বাড়ির নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা এবং ইভিএম কিনতে ৮ শত কোটি টাকার অনুমোদন দিয়েছেন সরকার। তিনি আরো বলেন, সরকার জাল ভোট কেনার জন্য ৮ শত কোটি টাকার ইভিএম কিনতে অনুমোদন দিয়েছেন। 

পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল।

read aslo 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url