রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী / Rabindranath Tagore summary ( 1861- 1941)

 

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী / Rabindranath Tagore summary ( 1861- 1941)


Rabindranath Tagore summary  (1861-1941)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে, বাংলা ১২৬৮ খ্রিস্টাব্দের ২৫ শে বৈশাখ,  কলকাতার জোড়াসাঁকোড় ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। 


Rabindranath Tagore father's and mother's name

তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথের ভাই-বোনের সংখ্যা ১৫ জন। তার মধ্যে রবীন্দ্রনাথের অবস্থান ১৪ তম। রবীন্দ্রনাথের প্রাথমিক শিক্ষার হাতে করে হয় নিজ গৃহে। পরে নরমাল স্কুল, বেঙ্গল একাডেমী স্কুল ও সেন্ট জেভিয়ার্স স্কুলের। মাত্র ৮ বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতা লেখার সূত্রপাত হয়। (robindonat thakur birthday )


১৮৭৪ সালের রবীন্দ্রনাথের প্রথম লেখা কবিতা হিন্দু মেলার উপহার প্রকাশিত হয়। ১৮৭৮ সালের রবীন্দ্রনাথ মাত্র ১৭ বছর বয়সে পড়ার জন্য বিলেতে গমন করেন।


 প্রথমে লন্ডনের ব্রাইটনে ও পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ অধ্যাপক হেনরির মলির কাছে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। কিন্তু রবীন্দ্রনাথ পড়াশোনা শেষ না করে দেশে ফিরে আসেন ১৮৮০ সালে। তিনি দ্বিতীয়বার ১৮৮১ সালে ব্যারিস্টারি পড়ার জন্য গমন করলে মাদ্রাসা থেকে ফিরে আসেন। 


১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের সাথে খুলনায় ভবতারিণী দেবীর বিয়ে হয়। রবীন্দ্রনাথ ভবতারিণী দেবের নাম পাল্টে নাম রাখেন মৃণালিনী  দেবী ( robindonat thakur wife )।


১৮৮৪ সালের রবীন্দ্রনাথ ব্রাক্ষস সমাজ পত্রিকার সম্পাদন নিযুক্ত হন। পরবর্তীতে ১৮৯০ সালে রবীন্দ্রনাথ তাঁর পিতার জমিদারি দেখাশোনার জন্য বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহ, পাবনা,  সিরাজগঞ্জের শাহজাদপুর,  রাজশাহী, নওগাঁ পতিসার, নড়াইল, খুলনা, ফরিদপুর ভ্রমণ করেন। 



এখানে রবীন্দ্রনাথ তার সোনার তরী,  কল্পনা, ক্ষণিকা,  চিত্রা ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে "গীতাঞ্জলি" কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার এবং সমগ্র এশিয়াতে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ( Rabindranath Tagore jonmo tarik)



১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার  রোলপুরে "শান্তি নিকেতন "প্রতিষ্ঠা করেন। এখানেই কবি "ব্রাহ্মচর্চাশ্রম" নামে একটি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এরূপ নেয়।


 এছাড়া রবীন্দ্রনাথ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিলেন। এ বছর তিনি বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে "বাংলার মাটি বাংলার জল" গানটি রচনা করেন। (robindonat thakur song)



 বঙ্গভঙ্গের প্রতিবাদ রবীন্দ্রনাথ হিন্দু - মুসলমানের মিলন মেলা রাখিবন্ধন প্রথা প্রবর্তন করেন। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের দেওয়া নাইট হুড উপাধি ফিরিয়ে দেন। 


১৯১৩ সালের রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি প্রদান করেন এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন। 



১৯৪১ সালে সাথে আগস্ট বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। ( robindranath Tagore death)



 রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি,  নাট্যকার, প্রাবন্ধিক, সাহিত্যিক,  সাংবাদিক,  ছোট গল্পকার, উপন্যাসিক,  গীতিকার, সুরকার,  দার্শনিক,  চিত্রশিল্পী, অভিনেতা,  সমাজসেবা ও শিক্ষাবিদ। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। (robindonat thakur ukti )



রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম:

 কাব্যগ্রন্থ: কবি কাহিনী (১৮৭৮), বনফুল (১৮৮০),  মানসী (১৮৯০ ), সোনার তরী (১৮৯৪),  খনিকা (১৯০০ ), গীতাঞ্জলি (১৯১০),  বলাকা( ১৯১৬  ), পুনশ্চ (১৯৩২ ), পত্রপুট (১৯৩৬ ), সেতুজি (১৯৩৮ ), প্রভাত সংগীত (১৮৮৩ ), সন্ধ্যা সঙ্গীত বাড়ি ও কোমল (১৮৮৬),  আরোগ্য (১৯৪১),  শেষ লেখা (১৯৪১),  মহুয়া (১৯২৯), খেয়া (১৯০৬ ),কথা ও কাহিনী (১৯০০ ), শ্যামলী নবজাতক উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থের সংখ্যা ৫৬ টি। সঞ্চয়িতা রবীন্দ্রনাথের কবিতার সংকলন। এতে সন্ধ্যা সঙ্গীত থেকে শেষ লেখা পর্যন্ত সবগুলো কবিতা এতে সংকলিত হয়েছে। (robindonat thakur poem )




নাটক: রবীন্দ্রনাথের নাটকের সংখ্যা ২৯ টি।  কাব্য নাটক ১৯ টি। তার উল্লেখযোগ্য নাটক গুলো হলো - বিসর্জন (১৮৯১), রাজা (১৯১০),  ডাকঘর (১৯১২ ),অচলায়তন (১৯১২),  চিরকুমার সভা (১৯২৬),  রক্ত করবী (১৯২৬),  তাসের দেশ (১৯৩৩ ), বৈকণ্ঠের খাতা (১৮৮৭),  চিত্রাঙ্গদা (১৮৯২), বসন্ত (১৯২৩ ), নটীরপূজা চন্ডালিকা (১৯৩৩) ইত্যাদি উল্লেখযোগ্য। ( robindonat thakur drama )



উপন্যাস: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসের সংখ্যা বারটি। উপন্যাস গুলো হল - চোখের বালি (১৯০৩ ), গোরা (১৯১০ ), যোগাযোগ (১৯২৯ ), চতুরঙ্গ (১৯১৬ ),ঘরে বাহিরে (১৯১৬),  শেষের কবিতা (১৯২৯),দুই বোন (১৯৩৩ ), মালঞ্চ (১৯৩৪),  চার অধ্যায় (১৯৩৪) ইত্যাদি। (robindonat thakur ukti)


ছোট গল্প: রবীন্দ্রনাথের ছোটগল্পের সংখ্যা ১১৯ টি। তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল- পোস্টমাস্টার,  কাবুলিওয়ালা, অতিথি, বঙ্গ কাল,  এক রাত্রি, হৈমন্তী, ছুটি,  শোভা, সমাপ্তি,  মেঘ ও রৌদ্র, স্ত্রীর পত্র, ক্ষুধিত, পাষাণ, নিশাথে শাস্তি, পয়লা নম্বর, মহামায়া, দুরাশা, নিশীথে,  ল্যাবরেটরি, সমস্যা পূর্ণ, মধ্যবর্তীনী ইত্যাদি। ( robindonat thakur status)



ভ্রমণ কাহিনী : ভ্রমণ কাহিনীর সংখ্যা নয় টি। য়ূরোপ প্রবাসীর পত্র (১৮৮১),  রাশিয়ার চিঠি (১৯৩১), জাভা যাত্রীর পত্র, পারস্যে (১৯১৯),  জাপান যাত্রী (১৯১৯)।


প্রবন্ধ গ্রন্থ: কালান্তর (১৯৩৭),  সভ্যতার সংকট (১৯৪১ ), পঞ্চ ভূত (১৮৯৭),  বিচিত্র প্রকাশ (১৯০৭), সাহিত্য, ( ১৯০৭), মানুষের ধর্ম (১৯৩৩)ইত্যাদি।


 স্মৃতি কথা আত্মজীবনীমূলক গ্রন্থ: আমার ছেলেবেলা জীবনস্মৃতি আত্মপরিচয়। 


রবীন্দ্রনাথের গানের সংখ্যা ২২৩২টি। রবীন্দ্রনাথের চিত্রপটের সংখ্যা প্রায় ২০০০। ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ  শব্দতত্ত্ব। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ভূমিকা লেখেনW.B.Yeasts. এর অনুবাদক কবি নিজেই। গীতাঞ্জলির ইংরেজি নাম Song  offerings এ কাব্যে ১৫৭ টি গান সংকলিত হয়েছে। 


উপাধি: ভানুসিংহ ঠাকুর বিশ্ব কবি কবি গুরু।


read also  


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url