bd news rooppur আগামী বছরেই চালু হতে চলেছে পরমাণু বিদ্যুতের প্রথম ইউনিট/ bd news bangla rooppur

 bd news rooppur আগামী বছরেই চালু হতে চলেছে পরমাণু বিদ্যুতের প্রথম ইউনিট/ bd news bangla rooppur power plant, daily news, bd news 24, share news,  bangla news, news, dse news, bd news 24 bangla, bangla news paper,  all bangla news, latest bd news, bd news bangla.

bd news rooppur আগামী বছরেই চালু হতে চলেছে পরমাণু বিদ্যুতের প্রথম ইউনিট/ bd news bangla rooppur

আগামী বছরেই চালু হতে চলেছে পরমাণু বিদ্যুতের প্রথম ইউনিট। বৈশ্বিক সংকটেও এগিয়ে চলেছে দেশের প্রথম রূপপুর পরমাণু বিদ্যুত প্রকল্পের কাজ।


 প্রথম ইউনিটের মতো সূচি ঠিক রেখে, দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি পাথর বসাতে চলেছে আগামীকাল। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই ইনস্টলেশন প্রক্রিয়া উদ্বোধন করবেন আগামীকাল।

এরই মধ্যে পুরো প্রকল্পের কাজ প্রায় ষাট শতাংশ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, পরের বছরের শেষ নাগাদ প্রথম ইউনিটের কাজ শেষ করা সম্ভব হবে। 

এক সময় ছিল শুধু শুধু বালুচর। কিন্তু সেখানে এখন কি দিচ্ছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প। যেটি চালু হলে একক উৎসব পাবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রথমত করণা মহামারী, দ্বিতীয়ত রুশ- ইউক্রেন যুদ্ধের মত সংকট এসেছে ঠিকই, কিন্তু সব পেরিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে এখানকার এক একটি স্থাপনা। স্পষ্ট হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির কুলিং টাওয়ার গুলো। 


এইসব প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পরমাণু চুল্লি। গেল বছরের প্রথম অক্টোবরে প্রথম ইউনিটের ইনস্টলেশন শেষে বুধবার বসতে যাচ্ছে দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি। প্রকল্পটি এই স্তরের নিয়ে আসতে এরই মধ্যে সম্পন্ন হয়েছে, প্রেসারাইজার, হাইড্রোএকিলিটর, কুলেট পাম্প এর মত আরো অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশ বসানোর কাজ। 


সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটির কাজ এগিয়ে গিয়েছে সন্তোষজনক হারে। সম্ভাবনা এখন পরের বছর প্রথম ইউনিট চালুর। এরই মধ্যে প্রকল্প পরিচালক ভ. শওকত আকবর জানিয়েছেন, কমিসনিক ফেস থেকে আমরা গ্রেড বা জাতীয় গ্রেড সংযোজন করব। কমিশনে কাজ ২০২৩ সালের শেষের দিকে শুরু হবার কথা। আমরা ২০২৩ সালে রেডি থাকবো। আমাদের সমস্ত কিছু ঠিক থাকলে এক বছরের মধ্যে আমরা শুরু করতে পারব। 


read also


এদিকে বিজ্ঞান মন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তায় নেয়া হয়েছে সর্বাধুনিক ব্যবস্থা। নির্ধারিত সূচির মধ্যে প্রস্তুত হচ্ছেন তারা। পরমাণু বিদ্যুৎ উৎপাদন পুরোদমে শুরু হলে এই কেন্দ্রটির প্রত্যক্ষ সুফল পাবেন উত্তর অঞ্চল এর ১৯ জেলার মানুষ। পরোক্ষভাবে আরো টেকসই হবে দেশের বিদ্যুৎ ব্যবস্থা। তাই বলা যায় সব ঠিক থাকলে আগামী বছরের শেষ নাগাদ কার্যক্ষম হয়ে উঠবে চুল্লি গুলো বিদ্যুৎ উৎপাদনে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পটি নির্মাণে এখন পর্যন্ত তেমন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে না বাংলাদেশকে। 


পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল।

read also


Next Post Previous Post
1 Comments
  • Shamima Akter
    Shamima Akter November 12, 2022 at 12:54 AM

    nice post

Add Comment
comment url