bd news সরকার পতন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, আন্দোলনের বিএনপি / bmp The movement 2022

 সরকার পতন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি। 

সরকার পতন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে,  আন্দোলনের বিএনপি / bmp The movement 2022
 daily news , bd news, bd news 24, share news 

কিছুদিন আগে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ করেছেন বিএনপির নেতা কর্মীরা। এবং গতকাল ময়মনসিংহে বিভাগীয় মহাসমাবেশ করেছেন বিএনপি। এরই প্রেক্ষিতে তথ্যমন্ত্রী মন্তব্য করেন বিএনপির সমাবেশের নামে ফ্লপ সমাবেশ করেছেন। সমাবেশের নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজির করছে। তারা সারা দেশ থেকে সন্ত্রাসী নিয়ে এসে,  সন্ত্রাসীদের নিয়ে সমাবেশ করেছেন। সারাদেশ থেকে যেই চাঁদাবাজি করছে বিএনপি সেই চাঁদার অংশ তারেক জিয়ার কাছেও যাচ্ছে। বিএনপির ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের সমাবেশে হামলা চালিয়েছিল। কিন্তু বিএনপির সমাবেশ কে ঘিরে এমন সহিংসতা করেনি আওয়ামী লীগ সরকার। bangla news, bd news 24 bangla


অপরদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির বিভাগীয় সমাবেশ কে নেতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন বিএনপি ফ্লপ সমাবেশ করেনি। তাদের বিভাগীয় সমাবেশ  ফ্লপ হয়নি। আগের চেয়ে তাদের নেতাকর্মীর অংশগ্রহণ বেড়েছে। সংকটে থাকা কিছু মানুষ সমাবেশে যাচ্ছেন। তবে সরকারের বিরুদ্ধে গণ অভ‍্যন্থানের ক্ষমতা নেই। রাজধানীতে বিএনপি ১০ লক্ষ মানুষের সমাগম ঘটালে এর তিনগুণ বেশি সমাগম ঘটাবে আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার। news, dse news, bd news 24.com


 মেট্রোরেল চালু হলে কমে যাবে যানজট। বৈশ্বিক অর্থনীতির কারণে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে এখন রিজার্ভ খাদ্য মজুদ সহ ভালো অবস্থায় আছে বাংলাদেশ। সংকট আছে এতে কোন সন্দেহ নেই। কিছু কিছু জায়গায় স্বস্তি দিয়েছি। আবার কিছু কিছু সংকট রয়েছে। যেমন: আপাতত খাদ্য নিয়ে আমাদের কোন অসুবিধা নেই। আপাতত পুকুর ভরা মাছ, সাগর ভরা মাছ আছে। এ পর্যন্ত একজন মানুষ ও খাদ্যের অভাবে মারা গেছে দেখাতে পারবেন? রিজার্ভ নিয়ে আমরা খুব চিন্তিত। পাকিস্তানের তো রিজার্ভই নেই। শ্রীলংকার ও একই অবস্থা। কারণ শ্রীলংকার ও রিজার্ভ নেই। এই সংকট কাটাতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তাই বলে সরকারকে পদত্যাগ করতে হবে এর কোন মানে নেই। bangla news paper, all bangla news, bd news bangla


পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। 

read also

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url