bd news বাংলাদেশে লোডশেডিং বেশি হবার কারণ / The reason for load shedding is high in Bangladesh 2023

 



বাংলাদেশে লোডশেডিং বেশি হবার কারণ / The reason for load shedding is high in Bangladesh 2023



অনেকদিন আগের কথা বলি, যখন  বাংলাদেশের শহরগুলোতে  শুধু বিদ্যুৎ সংযোগ ছিল। গ্রাম এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই বললেই চলত। load shedding


কিন্তু যখন গ্রাম এলাকায়ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো, তখন আমরা সবাই বিদ্যুৎ এর উপর নির্ভরশীল হয়ে গেলাম।  load shedding


কারণটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আগের যুগের মানুষেরা চিঠি লেখার মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করতো। 


বর্তমানে মোবাইল ইন্টারনেট এর মাধ্যমে মানুষ একজন আরেকজনের সাথে যোগাযোগ করে থাকে। এতে করে বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। 


তাছাড়া গ্রামেও এখনো ফ্রিজ এসি এর চাহিদা বেড়েছে যা কিনা আগে শুধু শহরের লোকেরাই ব্যবহার করত।  load shedding


এর মানে এটা নয় যে, লোডশেডিং কমাতে আমাদের এগুলোর ব্যবহার করা কমাতে হবে। 


আগে মানুষ কিভাবে চলত আর বর্তমানে কিভাবে চলছে আমি তার সামান্য পার্থক্য টুকু তুলে ধরার চেষ্টা করলাম।  load shedding


কে বলতে পারে ? ভবিষ্যত হয়তো আমাদের আবার সেই আদিম যুগেই ফেরত যেতে হবে। 


এবার আসি মূল পয়েন্টে,

 বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র গুলো গ্যাস দ্বারা চালিত হয়। বিশ্ববাজারে যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এতে করে বাংলাদেশ সরকার গ্যাস সহ বিভিন্ন জ্বালানি আমদানি করা আগের তুলনায় কমিয়ে দিয়েছে। 


তাই বাংলাদেশের কিছু বিদ্যুৎ কেন্দ্র  এখন বন্ধ রয়েছে। এতেই দেখা দিয়েছে লোডশনিং এ সমস্যা। এভাবেই যদি চলতে থাকে তাহলে দেখা যাবে এক সময় বিদ্যুৎ আর উৎপন্ন হচ্ছে না।  বাংলাদেশ চলছে না ঘরের ফ্যান চলছে না,  ফ্রিজ আর মোবাইল চার্জের কথা তো বাদই দিয়ে দিলাম।  load shedding


বেশ কয়েক জায়গায় বাংলাদেশের খুবই ঘন ঘন লোডশেডিং হচ্ছে। অবস্থার উন্নতি হবে কিনা তাও জানা নেই কারো? এটাই আমাদের সোনার বাংলাদেশ।  load shedding


 read also ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে উত্তেজনা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url